নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকারের কঠোর সমালোচনা করেছেন। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরে যে নৃশংসতা চালানো হচ্ছে তা ভারতের গণতন্ত্রে সবচেয়ে বড় কলঙ্ক হয়ে থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। ভারতের এ কলঙ্কের জন্য বেশ কিছু লোক দায়ী।
এ দিয়ে বিদেশেও অনেক আলোচনা হচ্ছে।
অর্মত্য সেন আরও বলেন, আমরা কাশ্মীরের সঙ্গে সঠিক আচরণ করিনি। এখনো কাশ্মীরের অপব্যবহার আমরা করছি।
এটা আইন ও শৃঙ্খলার সমস্যা নয়। কাশ্মীরের মানুষের সঙ্গে আমরা ভয়াবহ ও সহিংস আচরণ করছি। কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে আমরা সংবাদপত্র বন্ধ করে দিচ্ছি। এসব করে আমরা এমন ভাবে কাশ্মীরিদের শাস্তি দিচ্ছি যে তারা ভারতকে আপন ভাববে- সে পথও খোলা রাখছি না।