খেলা ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ ক্রিকেটে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কার্ডিফে টস জিতে আগে ফিল্ডিং করবে মাশরাফি বিন মুর্তজার দল। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের একাদশই মাঠে নামাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ অতিরিক্ত কোনো পেসার খেলানো হচ্ছে না। ধারাভাষ্যকার মাইক আথারর্টন বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে প্রশ্ন করেছিলেন, অতিরিক্ত পেসার খেলালে ভালো হতো কি না? মাশরাফির জবাব, ‘এতে ইংল্যান্ডেরই সুবিধা হতো।’
এর আগে দুটি ম্যাচে একটিতে জয় এবং আরেকটিতে হেরেছে বাংলাদেশ দল। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে রয়েছে মাশরাফির দল।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, মাশরাফি মুর্তজা, মোস্তাফিজুর রহমান।