ছোট্ট কালে কতো মজা
করতাম সবাই মিলে,
কতো খুশি হইতাম মোরা
ঈদের জামা পেলে।
পুকুর পারে লাফালাফি
খোলা মাঠে খেলা,
দুষ্টুমী আর খেলায় সবার
কাটিয়ে দিতাম বেলা।
সন্ধ্যার পরে চোখে ঘুম
মায়ে শাসন করা,
একটু পরে শাসন ভুলে
বুকে আঁকড়ে ধরা।
মনে পড়ে ছোট্ট বেলার
হাজার শত দিন,
আমরা সবাই আছি ভুলে
মা,বাবার সব ঋণ।।
০৯-০৬-১৯