ঢাকা: ঈদের দিন নির্ধারণ নিয়ে আগের রাত থেকেই নানা সমস্যা। দুই বার সরকারী ঘোষনার ফলে মানুষের মধ্যে জমে গেছে অভিমান। আবার ঈদের দিনে সারা দেশে ২৪ জন মানুষ সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ায় চলছে শোকের মাতম। এরই মধ্যে বিশ্বকাপে বাংলাদেশের আশা জাগানিয়া হার। সব মিলিয়ে ভাল না গেলেও ঈদ আনন্দের। ঈদ উচ্ছাসের।
তাই ঈদের আনন্দ বাঁধ ভাঙা। এই ঈদে প্রায় ৬ লাখ বাংলাদেশী দেশের বাইরে ঈদ করছেন। আনন্দকে পুরোপুরি উপভোগ করার জন্য। অবার বাংলাদেশের পটুয়াখালী জেলার জেলোপাড়া বা অসংখ্য জায়গায় বসবাস করা হতদরিদ্র মানুষ ঈদের খোঁজই করতে পারেনি।
এদিকে ঈদের দিন বিকাল থেকেই পর্যটন কেন্দ্র বা আন্দময় স্থানগুলোতে দর্শনার্থীদের ভীড়। গণমাধ্যমে সংবাদ এসেছে, টাঙ্গাইল জেলার মির্জপুর থানায় ৬টি সিনেমা হল বন্ধ ও কোন পর্যটন কেন্দ্র না থাকায় ঈদ আনন্দ উপভোগ করতে আনন্দ প্রেমিরা রেললাইনে আড্ডা দিচ্ছেন। তুলছেন ঈদের সেলফিও। তাই আবেগী ঈদ এবার আনন্দের পাশাপাশি বেয়ে বেড়াচ্ছে শোক আর অভিমানও।