ঢাকা: ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন। অতীত বর্তমানের নিখুঁত বিশ্লেষণ করেন বরাবরই। বর্তমান প্রেক্ষাপটে নিজের জীবনের অতীত আর বর্তমান ঈদ নিয়ে তিনি মানবজমিনকে জানিয়েছেন, ছেলেবেলার ঈদটা ছিল অন্যরকম। সবাইকে সঙ্গে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি হতো। যে বষয়ে বোধ ও চেতনা অপরিণত ছিল তখন ঈদের আনন্দ উপভোগ্য ছিল বেশি। সময়ের সঙ্গে ঈদ আনন্দে ছন্দপতন হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঈদের আনন্দের অনুভুতিও বদলে যায়। তরুণ বয়সে যেভাবে আনন্দঘন ঈদ উদযাপন করা হতো এখন আর ঈদে তেমন আনন্দ নেই।
তিনি বলেন, এখন জনবৈষম্য বেশি। আয় বৈষম্যের এই দেশে ঈদ আমার কাছে এক ব্যাপক বেদনার কারণ হয়। বিশেষ করে এ বছর যখন ঈদে শরিক হচ্ছি, ঈদ মানেতো আনন্দ। কিন্তু আমাদের কৃষকরা-যারা সারা বছর আমাদের খাদ্য জোগায় তাদের ঘরে ঈদ নেই, সেজন্য ঈদ আমার কাছে আনন্দের নয়। তিনি বলেন, ঈদটা যাদের সবার হয়, সমাজ যেন বৈষম্যহীন হয় সেই চেষ্টা আমাদের করতে হবে। কারণ মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আরেকটি কোরবানীর ঈদ। দুটি ঈদেরই তাৎপর্য অনেক।