গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, নিহত যুবকের ইসমাইল। তিনি একজন মাদক কারবারি ছিলেন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও কয়েক হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মো: কামাল হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী নদী বন্দর এলাকার একটি মাঠে সোমবার দিবাগত রাতে মাদক উদ্ধার করতে র্যাব সদস্যরা অভিযান চালান।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত ফরিদপুরের বাসিন্দা মাদক কারবারি ইসমাইলের মরদেহ, অস্ত্র ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, ঘটনার সময় দু’জন র্যাব সদস্য সামান্য আহত হন। সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।