সাঁঝ আকাশে উঠলো হেসে
ঈদের বাঁকা চাঁদ,
বিভেদ ভুলে সবাই এবার
কাঁধে মেলাও কাঁধ।
বছর ঘুরে আবার ফিরে
এলো খুশির ঈদ,
দুঃখ গ্লানি ভুলে এবার
গাও রে সুখের গীত।
গরিব ধনী নেই ভেদাভেদ
সবার তরে ঈদ,
সবাই সুখে একাত্ব হও
এটাই ঈদের রীত।
নিজে পড়ো নতুন কাপড়
গরিব কে দাও কিনে,
হাসি ফোটাও দুঃখীর ঠোঁটে
ঈদের খুশির দিনে।
আনন্দতে মিলেমিশে
ঈদগাহেতে যাও,
নামাজ শেষে সবার সাথে
বুকে বুক মিলাও।
ফিরনী, সেমাই খেয়ে সবাই
মিঠা করো মুখ,
প্রতিবেশী স্বজন নিয়ে
বিলাও ঈদের সুখ।
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ,
আপন পরের ভেদ ভুলে যাও
আজ যে সবাই মিত।