জামালপুরে জীবনের নিরাপত্তা চেয়ে ৩১ সাংবাদিকের জিডি

Slider বিনোদন ও মিডিয়া


জামালপুর: জামালপুর সদর উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ে সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলার বিচারের দাবিতে আন্দোলনরত ৩১ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গত শনিবার রাতে তাঁরা একযোগে এ জিডি করেন।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ৩১ জন সাংবাদিক রাত ১১টার দিকে সদর থানায় হাজির হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামানের কাছে পৃথক পৃথক জিডির কপি জমা দেন।

হাফিজ রায়হান বলেন, জাল দলিলের তথ্য নিতে গিয়ে জামালপুর পৌরসভার কাউন্সিলর ও স্ট্যাম্প ভেন্ডার হাসানুজ্জামান খান ওরফে রুনুর নেতৃত্বে নয়জন মোস্তফা মনজুকে মারধর করেন। এ ঘটনায় নয়জনের নামে মামলা হয়েছে। দুই দিনের মাথায় আসামিরা জামিনে বের হয়ে মোস্তফা মনজুসহ আন্দোলনকারী সাংবাদিকদের হুমকি দিয়ে আসছেন। একই সঙ্গে তাঁরা হুমকিদাতা হাসানুজ্জামান খান ও তাঁর সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সদর থানার ওসি মো. সালেমুজ্জামান বলেন, হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *