সাকিব ঘূর্ণীতে মার্করাম বধ

Slider ফুলজান বিবির বাংলা


ঢাকা: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমেছে টাইগার বাহিনী। ৩৩১ রানের লক্ষ্যে খেলছে দক্ষিণ আফ্রিকা। খেলার দশম ওভারে ভুল বোঝাবুঝির ফাঁদে পা দিয়ে উইকেট খোয়ায় প্রোটিয়ারা। ডি কক ফেরেন ২৩ রানে। একটি উইকেট হারালেও দারুন গতিতে রান তাড়া করছেন প্রোটিয়ারা। এরপর ১০২ রানে থাকা দলটি সাকিবের বলে উইকেট খোয়ায়। মার্করাম ক্লিন বোল্ড হন ৪৫ রানে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৯ ওভার ৪ বলে ১০২ রান। ক্রিজে রয়েছেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি ৩৪ রানে ও ডেভিড মিলার ০ রানে।

এদিকে টসে হেরে ব্যাটিংয়ে নেমেই উজ্জ্বল বাংলাদেশ।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকারের মারকুটে ব্যাটিংয়ে শুভ সূচনা। তার ধারাবাহিতাও ধরে রেখেছেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। মুশফিক, সাকিব, রিয়াদদের অসাধারণ ব্যাটিং নৈপূণ্যে বাংলাদেশ ছুঁয়েছে ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড। বিশ^কাপের প্রথম ম্যাচে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দিয়েছে মাশরাফি বাহিনী।

বাংলাদেশের সর্বোচ্চ ৭৮ রান করেন মুশফিকুর রহিম। এছাড়াও ৭৫ রান করেন সাকিব আল হাসান। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের মারমুখো ব্যাটিং বড় সংগ্রহের দিকে এগিয়ে নেয় বাংলাদেশকে। তিনি ৩৩ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। আর শুরুর দিকে সৌম্য সরকারের ৩০ বলে ৪২ রানের ইনিংস ছিলো বেশ কার্যকর।

দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট লাভ করেন আন্দিল পেলুকাইয়ো, ক্রিস মরিস ও ইমরান তাহির।

৩৩১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। এরআগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২২৯ রান করেছিল বাংলাদেশ। এছাড়াও তৃতীয় সর্বোচ্চ ৩২৬ রান এসেছিল ২০১৪ সালে সেই পাকিস্তানের বিপক্ষেই।

আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের দ্য ওভালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। টস জেতার পর দক্ষিণ আফ্রিকর অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেন, তারা বাংলাদেশকে ১৫ ওভারেই কাবু করতে চায়। দলে একজন অতিরিক্ত পেসারও নিয়েছে প্রোটিয়ারা।

আর বাংলাদেশি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ব্যাটিংয়ের জন্য এটি আদর্শ উইকেট। আমরা আত্মবিশ্বাসী। আমাদের প্রস্তুতিটা ভালো ছিল।

ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে এই ওভালেই মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে ইংলিশদের ৩১১ রানের জবাবে মাত্র ২০৭ রানে গুটিয়ে যায় ডু প্লেসির দল।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মার্করাম, ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, জেপি ডুমিনি, আন্দিল পেলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *