‘যৌনদাসী হতে বাধ্য করায় ইয়াজিদির অনেকে আত্মহত্যা করেছে’

সারাবিশ্ব

image_166506.jouno dasiমানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যৌনদাসী হতে বাধ্য করার ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের অনেক মেয়ে ও নারী আত্মহত্যা করেছে বা করার চেষ্টা করেছে।
অ্যামনেস্টির উপদেষ্টা ডোনাট্টেলা রোভেরা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তার এ বিবৃতিতে কয়েকজন ইয়াজিদির মেয়ের মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
ডোনাত্তেলা রোভেরা বলেন, যৌনদাসী হিসেবে যাদের ব্যবহার করা হচ্ছে তাদের অনেকেই শিশু এবং তাদের বয়স ১৪, ১৫ বা  তারচেয়েও কম। আইএসআইএল যোদ্ধারাই নয় বরং তাদের অনেক সহযোগীও ইয়াজিদি মেয়েদেরকে যৌনদাসী হিসেবে ব্যবহার করছে বলে অ্যামনেস্টি জানিয়েছে।
এদিকে, এর আগে পৃথক আরেক খবরে বলা হয়েছে, ইয়াজিদি মানবাধিকার কর্মীরা ধারণা করেন, প্রায় ৩,৫০০ ইজাদি নারী ও শিশুকে আটক বা যৌনদাসী হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া আরো ২,০০০ ইয়াজিদি পুরুষ নিখোঁজ রয়েছেন। তাদের সবাইকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *