সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে ঝরলো ৮ প্রাণ

Slider জাতীয়


সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও শ্যালো ইঞ্জিন চালিত লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুর পৌনে ১টার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া জোড়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কউশিক আহম্মেদ জানান, ঢাকা থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি এসি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা ৮ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ৩ জন। তাৎক্ষনিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

নিহতদের লাশ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *