ডেস্ক: বিশ্বকাপের প্রথম ম্যাচে বল করতে এসে রেকর্ড গড়নে প্রোটিয়ার স্পিনার ইমরান তাহির। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে উইকেট তুলে নিয়েছিলেন তিনি। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচের সেঞ্চুরি করবেন প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহির। আন্তর্জাতিক ওয়ানডেতে মোট ৯৯টি ম্যাচ খেলেছেন এই প্রোটিয়া। আজ বাংলাদেশের ম্যাচে ইমরান তাহিরে ১০০ ওয়ানডে ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন। যা নিয়ে তিনি বলেন, ‘আলাদা অনুভ’তি।
মনে পড়ে যাচ্ছে, ২০১১ বিশ্বকাপে আমার খেলা প্রথম ম্যাচের কথা। আমি সব সময় স্বপ্ন দেখতাম, দেশের হয়ে একশো ম্যাচ খেলছি। সেই স্বপ্ন এখন সত্যি হওয়ার পথে। কোনো সময়ই ভাবিনি, দেশের হয়ে এতগুলো ম্যাচ খেলবো।’ বাংলাদেশের বিপক্ষেও কি বোলিংয়ে ওপেন করবেন ইমরান তাহির। এই প্রোটিয়া স্পিনার বলেন, ‘অধিনায়ক আমাকে দায়িত্ব দিলে আমি না করবো না। আমি জানি না পরের ম্যাচে শুরুতে বল পাব কিনা। তবে আমি তৈরি।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে প্রোটিয়ারা। তবে হারলেও ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন, ৪০ বছর বয়সী ইমরান তাহির। তিনি বলেন, ‘আমরা যে ইংল্যান্ডে কাছে হেরেছে, তারা গত এক বছর ধরে ক্রিকেট বিশ্বে আধিপত্য চালাচ্ছে। আমরা ভুল থেকে শিক্ষা নিতে তৈরি। চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলবেন এই প্রোটিয়া লেগ স্পিনার। তিনি বলেন, ‘আমি সবার কাছেই কৃতজ্ঞ। আশা করছি দেশের জন্য নিজেকে উজাড় করে দিতে পেরেছি।’