রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুরে এমপির নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে (ওটি) নিরবিচ্ছন্ন বিদ্যুৎতে জন্য জেনারেটর ও কক্ষটি শীতাতপ নিয়ন্ত্রিত রাখতে একটি এয়ার কন্ডিশন (এসি) দিয়েছেন।
শনিবার সকালে গাজীপুর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী আনুষ্ঠানিক ভাবে স্বাস্থ কমপ্লেক্সের কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।
পরে হাসপাতালের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফতেহ আকরামের সভাপতিত্বের নারী সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী (টুসি) প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো.শাসুল আরেফিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আব্দুল জলিল, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা প্রমখূ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জাহিদুল আলম রবিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.জাকিুরুল হাসান জিকুসহ হাসাপাতালের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ