মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে।মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ চলাকালে হবিগঞ্জ মহকুমা রাজাকার কমান্ডার এবং নিজের নামে ‘কায়সার বাহিনী’ নামে পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী গঠন করে যুদ্ধাপরাধ সংঘটনে অভিযুক্ত কায়সারের মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারক প্যানেলের সদস্য বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়ার সমন্বয়ে গঠিত ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেবেন।
সকাল পৌনে ৯টার দিকে কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে এনে কায়সারকে রাখা হয়েছে ট্রাইব্যুনালের হাজতখানায়। এর আগে সাড়ে ৮টার দিকে কারাগার থেকে বের করে তাকে নিয়ে ট্রাইব্যুনালের উদ্দেশে রওনা হয় প্রিজন ভ্যানটি। তার পরনে রয়েছে সাদা রংয়ের প্যান্ট ও অ্যাশ কালারের ব্লেজার। পুরোটা সময় তাকে চিন্তাযুক্ত দেখাচ্ছিল।
