অগ্নিকাণ্ডসহ অন্যান্য দুর্ঘটনা এড়াতে গ্যাস রাইজার মেরামতের উদ্যোগ নিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই উদ্যোগের আওতায় তারা বিনামূল্যে সিলেটের প্রায় ৯৮ হাজার গ্যাস রাইজার পরীক্ষা করবে।
পরীক্ষার সময় কোন রাইজারের লিকেজ বা কোন ধরণের সমস্যা পাওয়া গেলে তা সাথে সাথে মেরামত করে দেবে তারা। চলতি জুন মাসেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এম এ মুমিন জানান, গ্যাস রাইজার পরীক্ষার জন্য ৭০ জন প্রকৌশলী ও ৩০ জন রিপিয়ারম্যানের সমন্বয়ে ২৮টি টিম গঠন করা হয়েছে। আগামী দুই মাসে তারা সিলেটের সবগুলো রাইজার পরীক্ষা করবেন। এই কার্যক্রম সম্পাদন হলে দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি গ্যাসের অপচয়ও কমবে।