ভারতীয় জনতা পার্টির(বিজেপি) সভাপতি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় এখন দলের নতুন সভাপতি হতে পারেন দলটির নেতা জে পি নাড্ডা।
বিজেপির নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে জানা গেছে এমন তথ্যই।
হিমাচল প্রদেশের বিজেপি নেতা জে পি নাড্ডার ওপর দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের আস্থা রয়েছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘও নাড্ডার ওপর আস্থাশীল এবং তার খ্যাতিও আছে।
প্রথম মোদি সরকারে তিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
প্রসঙ্গত, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন জেপি নাড্ডা। ওই রাজ্যে ৮০-টির মধ্যে ৬২টি আসন পেয়েছে বিজেপি।