কুমিল্লার দেবিদ্বারে মোটরসাইকেল পায়ে লাগা নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম ফুল মিয়া (৬৫)।
নিহত ফুল মিয়া দেবিদ্বার উপজেলার বারেরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। শুক্রবার তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
উপজেলার বারেরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় আরও অন্তত ১০/১২ জন আহত হয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় দেবিদ্বার পৌর এলাকার বারেরায় মোটরসাইকেল পায়ের লাগা নিয়ে আরোহী শিমুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মো. সাব্বির হোসেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষই মোবাইল ফোনে মোহনা আবাসিক এলাকা ও ছোট আলমপুর এলাকার কিছু লোক ডেনে আনে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের খবর শুনে সাব্বিরের বাবা ফুল মিয়া ঘটনাস্থলে গেলে শিমুলের লোকজন তাকেও ধাওয়া করে। ধাওয়ার সময় কিল-ঘুষিতে আহত হন ফুল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন।
কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ফুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, নিহত ফুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।