জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০১৫ সালের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির কোনটিতেই একাধিক প্রার্থী না থাকায় সবাইকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সোমবার নির্বাচন কমিশনার অধ্যাপক এ কে এম আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীগণকে বিজয়ী ঘোষণা করা হলো।’
সভাপতি পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. খবির উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার নির্বাচিত হয়েছেন। আগামী ৩১ ডিসেম্বর শিক্ষকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নির্বাচনে আওয়ামী প্যানেল থেকে নয় জন এবং বিএনপি প্যানেল থেকে ছয় জন বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি নাজমুল আলম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক আবু দায়েন, যুগ্ম-সম্পাদক মুহম্মদ নজরুল ইসলাম ও নির্বাহী সদস্য পদে অজিত কুমার মজুমদার, অসিত বরণ পাল, এসএম বদিয়ার রহমান, রাশেদা আখতার, শামছুল আলম, মোহাম্মদ কামরুল আহসান, শরিফ উদ্দিন, ফরিদ আহমেদ, বশির আহমেদ ও মো. আনোয়ার খসরু পারভেজ নির্বাচিত হন।