হ্যাকিং’ রুখবে জিন্স!

তথ্যপ্রযুক্তি

pntআপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড হ্যাকিং রোধ করবে জিন্স! শুনেই ভাবছেন এটা কিভাবে সম্ভব। কিন্তু অবাক হওয়ায় কিছুই নেই। এমনই নয়া জিন্স আনছে পোশাক প্রস্তুতকারী সংস্থা বেটাব্যান্ড। নরটন অ্যান্টি ভাইরাস তৈরিকারী সংস্থার সঙ্গে যৌথভাবে এই জিন্সটি বাজারে আনছে এই পোশাক নির্মানকারী সংস্থাটি৷

সংস্থার দাবি নতুন এই জিন্স ওয়্যারলেস সিগন্যাল ব্লক করবে৷ ডেবিট/ক্রেডিট কার্ডে যে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) চিপ যুক্ত থাকে সেই চিপ’কে বেতার তরঙ্গের সাহায্যে যুক্ত করে হ্যাকিং করা হয়ে থাকে। তাই এই ধরনের আক্রমণ ঠেকাতেই আরএফ ব্লকারের ব্যবহার করা হয়েছে। নয়া এই জিন্সটি রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্য নিয়ে হ্যাকিংকে প্রতিরোধ করবে বলে জানিয়েছে সংস্থাটি।
আগামী বছরের শুরুতেই নতুন এই জিন্সটি বাজারে আসবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই জিন্সটি কিনতে গ্রাহকে খরচ করতে হবে ১৫১ মার্কিন ডলার। এর আগে ডিজিটাল ফরেন্সিক ফার্ম ‘ডিস্কল্যাব’ একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে মানিব্যাগ তৈরি করেছিল। তারপর বেটাব্যান্ড তৈরি করলো এই নয়া জিন্সটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *