বল বয় এবারও বিশ্বকাপের অ্যাম্বাসেডর

খেলা

ambasedor-1419262186ছয়টি বিশ্বকাপ খেলেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৫ ম্যাচে ৫৬.৯৫ গড়ে ২ হাজার ২৭৮ রান করেছেন টেন্ডুলকার। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন শচীন। বিশ্বকাপে এমন রেকর্ড নেই আর কোনো ক্রিকেটারের।

প্রাপ্তির খাতায় শুধু বিশ্বকাপের ট্রফিটি ছিল না শচীনের। ২০১১ সালে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ জেতে ভারত। এতে বিশ্বকাপ জয়ের আক্ষেপও ঘোচে শচীনের।

২০১১ সালের বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেছেন শচীন টেন্ডুলকার। ২০১৫-এর বিশ্বকাপেও শচীনকে অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে। ২০১৫ বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে শচীন টেন্ডুলকারের নাম সোমবার ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টানা দ্বিতীয়বারের মতো অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন শচীন। বিশ্বকাপ চলাকালীন শচীন টেন্ডুলকার আইসিসির বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন।

শচীন টেন্ডুলকার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্ব বোধ করছি। আশা করছি, আইসিসি আমাকে যে দায়িত্ব দিয়েছে তা ঠিকমতো পালন করতে পারব।’

বিশ্বকাপ সম্পর্কে শচীন টেন্ডুলকার বলেন, ‘১৯৮৭ বিশ্বকাপে বল বয় ছিলাম আমি। আজ আমি বিশ্বকাপের অ্যাম্বাসেডর। সত্যিই আমি গর্বিত। টানা ছয়টি বিশ্বকাপ খেলেছি। এবারের বিশ্বকাপ আমার জন্য অন্য রকম। প্রতিটি বল আমি উপভোগ করব।’

১১তম ওয়ানডে বিশ্বকাপ আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ১৪টি ভেন্যুতে মোট ৪৯টি ম্যাচ হবে। ১৪টি দল টুর্নামেন্টে অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *