ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত থেকে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ ভোরে তাকে ধরে নিয়ে যায়। তিনি হলেন- উপজেলার উদয়পুর তালবস্তি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে রুবেল আহমেদ (২৪)। এ নিয়ে গত ২৫ দিনে চারজন বাংলাদেশী আটক হয়েছে। এদের একজনও ছাড়া পাননি।
স্থানীয়রা জানান, আজ ভোর রাতে রত্নাই কোর্টপাড়া সীমান্তের ৩৮২/৪ এস পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ। এ সময় ভারতের ১৭১ সোনামতি বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম সাফিউন নবী বলেন, তিনি এ ঘটনাটি অবগত হয়েছেন।
উল্লেখ্য, গত ৫ই মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল, ১৬ই মে রত্নাই যুগীবস্তী গ্রামের হানিফ, ও ২২শে মে চোষপাড়া সীমান্ত থেকে চড়ই গেদী বেউরঝারী গ্রামের নিজামের ছেলে মাহমুদ ওরফে ন্যাড়া মিস্টার কে বিএসএফ আটক করে নিয়ে যায়। তাদের একজন ছাড়া পায়নি। আটককৃতরা ভারতের কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।।