সিলেট প্রতিনিধি :: সিলেটে পল্লী বিদ্যুতের ভোগান্তি মারাত্মক আকার ধারন করেছে। সেই সাথে গরমও তীব্র আকার ধারন করেছে। বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ট হয়ে রাস্তায় নেমেছে জনতা। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে করেছে মহাসড়ক অবরোধ।
আজ বুধবার(২৯ মে ২০১৯) দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিদ্যুৎ ভোগান্তিতে অতিষ্ট গ্রাহকরা। বেলা ২টার দিকে এ অবরোধের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে।
মহাসড়ক অবরোধে সিলেট-ঢাকা মহাসড়কের উভয়দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। প্রায় এক ঘন্টা অবরোধের পর সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় জনতা।
স্থানীয় জনতার অভিযোগ, বিদ্যুতের ভেলকিবাজিতে তাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পবিত্র রমজান মাসেও লোডশেডিংয়ের যন্ত্রণা পোহাতে হচ্ছে তাদেরকে। এ ব্যাপারে ওসমানীনগর উপজেলার কাশিকাপন বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. ফয়জুল্লাহ বলেন, ‘বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তবে ঝড়ে ৩৩ কেভি একটি লাইনে ১৩-১৪টি খুঁটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটছে। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছি।’ অচিরেই এই সমস্যাও থাকবে না।