গাজীপুর: গাজীপুরে খুন, জমি দখল ও চাঁদাবাজি মামলার এক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে আটক করেছে র্যাব। আটক আসামি নাম অলি আহমেদ নাদিম। তিনি গাজীপুর মহানগর ২২ নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামের মৃত আলমের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুষ্পদাম রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করেছে পোড়াবাড়ি র্যাব ক্যাম্পের সদস্যরা। আটক অলি আহমেদ খুন, জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসীর এক মামলার আসামী।
সম্প্রতি গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় ৩০/২০১৯ নং ৩২৬ ও ৩৮৫ ধারায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় অলি আহমেদ নাদিম মহানগরের ২২ নং ওয়ার্ড গজারিয়া পাড়া গ্রামের ব্যবসায়ী আরিফকে হত্যার উদ্দেশ্যে কুপানো ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামির মধ্যে ১নং আসামী। অন্য আসামিরা হলো খন্দকার আলালের ছেলে মামুন, জলিলের ছেলে রাজু, কাশেমের ছেলে বাদল, জলিলের ছেলে শরীফ, ফজলুল হকের ছেলে ফারুক ও খন্দকার দেলোয়ারের ছেলে সোহাগ সকলকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।