হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি॥ “জন্ম নিবন্ধন শিশুর জন্মগত অধিকার, শিশু শ্রম ও শিশু বিবাহ শিশুর সার্বিক বিকাশকে বাধাগ্রস্ত করে” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও রুপান্তরের আয়োজনে গতকাল ২৯ মে বুধবার সকালে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শিশু ছায়া সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শিশু ছায়া সংসদে ৩২ জন শিশু সংসদ সদস্য জন্ম নিবন্ধন, শিশু শ্রম ও শিশু বিবাহ নিয়ে লালমনিরহাট জেলার ৫টি উপজেলার জরিপ রিপোর্ট ও জেলার সার্বিক অবস্থা তুলে ধরে। শিশু সংসদ সদস্যরা জন্ম নিবন্ধন কার্যকর, শিশু শ্রম ও শিশু বিবাহ বন্ধে বিষয়ে জেলা প্রশাসকের নিকট সুপারিশ পেশ করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালমা জাহান, জেলা সহকারী শিক্ষা অফিসার আজিজুল ইসলাম, লালমনিরহাট বার্তার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু, সাংবাদিক দ্বীলিপ রায় প্রমুখ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলাম।
এতে জেলা শিশু ও যুব নেটওয়ার্কের সদস্যবৃন্দ, সরকারী কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।