নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ-বিভ্রান্তি তৈরি হয়েছে: মওদুদ

Slider রাজনীতি


ঢাকা: বিএনপির নেতা মওদুদ আহমেদ বলেছেন, ‘যে নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করলাম, যে সংসদকে আমরা অবৈধ বলেছি, সেই সংসদে যোগদানের কারণে আমাদের নেতা-কর্মীদের মধ্যে অনেক ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিভ্রান্তি দূর করতে না পারলে আমরা জাতীয়ভাবে এগিয়ে যেতে পারব না।’

আজ বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মওদুদ আহমেদ বলেন, ‘আমরা একাদশ জাতীয় সংসদকে অবৈধ সংসদ বলেছিলাম। সে জন্য স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করিনি। এই নির্বাচনে অংশ নেওয়ায় ২১০ জনকে আমরা বহিষ্কার করেছি। জাতীয় সংসদের ২৯৯টি আসনে বিএনপির হাজার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অনেকে হামলার শিকার হয়েছেন। নিহতও হয়েছেন। এই সংসদে যোগ দেওয়ায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। অনেকের মনে অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে।’

মওদুদ আহমেদ আরও বলেন, ‘আজ না হোক কাল, যখন খালেদা জিয়া মুক্ত হবেন, তিনি বেরিয়ে আসবেন। কিন্তু তিনি এখন আমাদের নেতৃত্ব দিতে পারছেন না। আমাদের নেতা (তারেক রহমান) ৮ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছেন। এখন আমাদের প্রয়োজন সব ক্ষেত্রে ঐক্য বজায় রাখা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *