গাজীপুর: মাদক বিক্রির অভিযোগে গাজীপুর জেলা ডিবি মাদক সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গাজীপুরের পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে গতকাল মঙ্গলবার গাজীপুর ডিবির মাদক বিরোধী স্পেশাল টীম অফিসার ইনচার্জ/মোহাম্মদ আফজাল হোসাইনের তত্বাবধানে এসআই(নিঃ)/সরোয়ার হোসেন এর নের্তৃত্বে শ্রীপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালাইয়া শেখ সজীবুল হাসানসজীব (৩১), পিতা-মোহাম্মদ আলীশেখ ফরীদ, সাং-পাবুরিয়ার চালা, থানা-শ্রীপুর, ও আলী হোসেন মোল্লা (২৫), পিতা-মতি মোল্লা, সাং-নলগাঁও খয়ড়াপাড়া, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুরদ্বয়কে ২১৫(দুইশত পনের) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। এ বিষয়ে থানায় মামলা সাপেক্ষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।