ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিন দিনের সফরে আজ বুধবার বিকালে ভারত যাচ্ছেন। নতুন মেয়াদে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিবেন রাষ্ট্রপতি।
বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট (বিজি ১৫১৩) আজ বিকাল সাড়ে ৫টায় রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হবেন।
ভারতের রাষ্ট্রপতি আগামী ৩০ মে সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ও পরবর্তী সময়ে মোদির মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
সফর শেষে আগামী ৩১ মে বিকালে একটি ভিভিআইপি বিমানে (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।