ঢাকা-গাজীপুর রেলরুট থেকে ৫ লাশ উদ্ধার

জাতীয়

 

image_166035.kild-02

ঢাকা: রাজধানী ঢাকা ও গাজীপুরের রেললাইন থেকে গত ২৪ ঘণ্টায় পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
রেল পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বেলা ২টা থেকে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব লাশ পাওয়া যায়।

কমলাপুর রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, গতকাল বেলা ২টার দিকে গাজীপুর মৌচাকে রেললাইনে অজ্ঞাত পুরুষের লাশ পাওয়া যায়। এর পর রাত আটটার দিকে মালিবাগ রেলক্রসিংয়ে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে জোয়ারসাহারা রেলক্রসিংয়ে এক পুরুষের লাশ পাওয়া যায়। আজ সকাল নয়টার দিকে দয়াগঞ্জ রেলক্রসিংয়ে আরেক নারীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা চারজনের লাশ ঢাকা মেডিক্যালল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ক্যান্টনমেন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় ৩০ বছর বয়সী এক পুরুষ মারা যান। লাশটি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি আবদুল মজিদ।

তিনি আরো জানান, শীতের কারণে মাথায় টুপি ও অনেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার কারণে এ ধরনের ঘটনা ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *