ডেস্ক: ব্রাজিলের জেলে শ্বাসরুদ্ধ হয়ে কমপক্ষে ৪০ বন্দির মৃত্যু হয়েছে। আমাজন জঙ্গলে মানাউস শহরে চারটি জেলে সোমবার এ ঘটনা ঘটে। একদিন আগে সেখানে প্রতিদ্বন্দ্বী বন্দিদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে সহিংসতা থামাতে কেন্দ্রীয় একটি টাস্কফোর্সকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলে খুব দ্রুতই জেলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসব জেলে রাখা হয়েছে মাদকের গ্যাংদের। তারাই প্রায় সব জেল নিয়ন্ত্রণ করে।
২০১৭ সালের জানুয়ারিতে উত্তর ও উত্তরপূর্ব ব্রাজিলে তিন সপ্তাহ ধরে জেলে সহিংসতা অব্যাহত ছিল। তাতে প্রায় ১৫০ জন কয়েদি মারা যান। ওই সময় ব্রাজিলের মাদক বিষয়ক সর্বোচ্চ দুটি গ্যাংÑ ফার্স্ট ক্যাপিটাল কমান্ড এবং রেড কমান্ডের মধ্যে সহিংসতা হয়। এক পক্ষ অন্যপক্ষের বিরুদ্ধে হত্যাকা- চালায়।