লালমনিরহাট: লালমনিরহাট উপ-কর কমিশন অফিসের অফিস সহকারী আব্দুল মজিদকে আজ তার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত অফিস সহকারী আব্দুল মজিদ এর বিরুদ্ধে দিনাজপুর জেলার দিনাজপুর থানায় গত ২০শে মে দুদক একটি মামলা দায়ের করে।
উপ-কর কমিশন অফিসের অফিস সহাকারী দিনাজপুর জেলায় চাকুরী করা কালে সরকারী ট্র্যাক্স প্রায় ৫ লাখ টাকা সরকারী একাউন্টে জমা না দিয়ে তা আত্মসাত করার জন্য নিজের একাউন্টে জমা দেয়। এই ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় মামলা হলে বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে ওই অফিস সহকারী আব্দুল মজিদ কে লালমনিরহাট জেলায় দ্রুত বদলী করে। বিষয়টি জানাজানি হলে এ দুর্নীতি উদ্দ্যেশ্য সরকারী টাকা নিজের অ্যাকাউন্টে রাখায় দুদক মামলা করে। এ মামলায় আজ মঙ্গলবার দুপুরে দুদক’র উপ-পরিদর্শক মোঃ আব্দুল আজিজ সরকার লালমনিরহাট সদর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।