আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘তারেক জিয়া লন্ডনে বসে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের মহানায়কের বিরুদ্ধে যে অশালীন বক্তব্য দিয়েছেন এতে তার মা বেগম খালেদা জিয়া লজ্জিত না হয়ে বরং তাকে সমর্থন করছেন। তাই আজ এই ভ্রষ্ট মায়ের নষ্ট ছেলে থেকে জাতিকে রক্ষা করতে হবে।’
সোমবার দুপুরে খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপট: চলমান রাজনীতি ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘যখন দেশে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চলছিল তখন বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর আতিথেয়তায় ছিলেন। সে সময় পাকিস্তানি হানাদার বাহিনীর কোলে পিঠে চড়ে চকলেট খেয়েছে তারেক জিয়া।’
তারেক জিয়ার এ বক্তব্য জাতি প্রত্যাখ্যান করেছে উল্লেখ্য করে হাছান মাহমুদ অতিসত্বর তারেক জিয়াকে দেশে এনে বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানান।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা বাংলাদেশ চায়নি, যাদের আমরা একাত্তরে পরাজিত করেছি, তারা বিএনপির হাত ধরে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। যারা দেশের পতাকা চাননি তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছেন বেগম খালেদা জিয়া।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘ইসলামের নামে যারা ইসলামকে কলংকিত করে তারাই খলেদার জোটের সঙ্গী। যারা পাক্স্তিানের ১৪৫ জন শিশুকে হত্যা করে তাদের সহযোগীরা আজ ২০ দলীয় জোটের অংশ।
হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, ‘যে বিএনপি সুন্দরবনের জলদস্যু ও বনদস্যুদের লালন করতো সেই দলটি আজ সুন্দরবনে অয়েল ট্যাংকার তদন্ত কমিটি গঠন করেছে। এটা ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।’
সংগঠনের সহ-সভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শাহ আলম মুরাদ, এম এ করিম, হেদায়েতুল ইসলাম স্বপন, অরুণ সরকার রানা প্রমুখ।