সে যায় চলে……….আহাম্মদ আলী

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী

হীরা মুক্তা পেয়েও
যায় চলে;
মন সিক্ত ভালোবাসা পেয়েও
যায় সে চলে।
আদায়-ভালোবাসা দিয়েও
আটকানো যায় না তারে
প্রেম-পিরিতি সে না বুঝে।
বন্ধু সময় বড় অভিমানী
সে শুধু যায় আর আসে
কোনো মায়া নেই তার কাছে !
চলে যেয়ে
অদ্ভুত রুপে ফিরে।
দুঃখ নিয়ে সুখ দিলাম
নীল দিয়ে কালো নিলাম
কোনো কিছুর বিনিময়ে
পারিনি তারে রাখতে বেঁধে।
কি যে করে বন্ধু সময়
আদান-প্রদান না করে,
সে যায় চলে;
সে শুধু স্মৃতির আকাশ গড়ে !
কে বাঁচলো কে বা মরলো
চিন্তা নেই তার ডায়েরিতে
চোখের দেখা
কেউ ভুলতে না পারে।

লেখক
সাংবাদিক ও কবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *