থাকুন না কিছু অপূর্ণতা
জীবনের ফাঁকফোকরে,
থাকুক কিছু দীর্ঘশ্বাসের ছোপ
মনের দেয়ালে অগোচরে।
থাকুক না কিছু কাটাছেঁড়া
থাকুক আঁকিবুঁকি ভুলচুক,
জীবনের খেরোখাতায়
কিছু লালদাগ না হয় থাকুক।
ভুল জাগায় অনুশোচনা
আর সুপ্ত উপলব্ধি,
বিচ্যুত পথের ত্রুটি উপড়ে
তবেই তো হয় শুদ্ধি।
থাকুক না কিছু শূন্যতার হাহাকার
উদাসী হাওয়ায় মিশে,
থাকুক কিছু তৃষ্ণার বাস্প
উড়ুক্কু মেঘের গা ঘেঁষে।
তবেই বেঁচে রবে প্রতীক্ষা
রবে তৃপ্তির আকাঙ্খা আস্বাদ,
বেঁচে রবে প্রাপ্তির প্রত্যাশা
অপূর্ণতাতেই গুপ্ত পূর্ণতার স্বাদ।