নীলফামারীর ডোমারে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবু (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাবু বসতপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সোমবার দুপুর ২ টায় ডোমার-নীলফামারী সড়কের হুজুরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবু ও তার মামাতো ভাই সুমন (১৭) মোটরসাইকেলে করে সোনারায় থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে ডোমার-নীলফামারী সড়কের হুজুর পাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বাবু ও তার মামাতো ভাই সুমন আহত হলে তাদের উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে বাবুর অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে রংপুর মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পথে তার মৃত্যু হয়। ঘাতক পিকআপটিেআটক করা সম্ভব হয়নি।