মালিবাগ বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

Slider জাতীয়


ডেস্ক: মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস বা ইসলামিক স্টেট। এ খবর দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সন্ত্রাসী গ্রুপগুলোর ওপর নজরদারি গোয়েন্দা সংস্থা সাইট ইন্টেলিজেন্স। রোববার রাতে ওই বিস্ফোরণ হয়। এতে একজন পুলিশ কর্মকর্তা ও একজন রিক্সাচালক আহত হয়েছেন। এর আগে ২৯ এপ্রিল ঢাকায় গুলিস্তানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে আহত হন তিন পুলিশ সদস্য।

ওই বিস্ফোরণের দায়ও স্বীকার করে আইএস। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে তখন পুলিশের তরফ থেকে জানানো হয়। কিন্তু রোববার রাতে যেখানে বিস্ফোরণ হয়েছে তার পাশেই অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়। এ বিষয়ে মতিঝিল থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার শিবনি নোমান বলেছেন, মালিবাগ মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের একটি গাড়িরে কাছে রাত ৯ টার দিকে বিস্ফোরণ হয়। এ সময় এর কাছেই দাঁড়ানো ট্রাফিক পুলিশের একজন নারী এএসআই পায়ে আঘাত পান। মাথায় আঘাতপ্রাপ্ত হন একজন রিক্সাচালক। তাদেরকে হাসপাতলে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই বিস্ফোরণের সময় পুলিশের গাড়িটিতে আগুন ধরে যায়। কাছের একটি পেট্রোল পাম্প থেকে অগ্নিনির্বাপণের সরঞ্জাম এনে তা নিভানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *