হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি:আর করব না ধান চাষ, দেখব তোরা কি খাস? এই শ্লোগানকে সামনে রেখে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়সহ ১০ দফা দাবীতে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গভীর উদ্যেগের সাথে সাধারন কৃষকরা বলেন, কৃষকের ঘাম ঝড়ানো উৎপাদিত পণ্য ধানের ন্যায্য নির্ধারন করা, শস্য বীমা চালু করা, সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয় করা, হাট বাজারে ধান ক্রয় কেন্দ্র চালু করা এবং সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি পণ্যের দাম কমানোর দাবী জানান।
বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ নজমুল হক খাঁজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. মধুসুদন রায় মধু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি এ্যাড. ময়েজুল ইসলাম ময়েজ, সাধারন সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম প্রমুখ।