ঈদের আগে কম দামে মোবাইল ফোন

Slider তথ্যপ্রযুক্তি


ঢাকা: ঈদের কেনা কাটা শুরু হয়ে গেছে। অনেকেই নতুন পোশাকের পাশাপাশি এখন ঈদ বাজারে প্রযুক্তিপণ্য কেনেন। এর মধ্যে স্মার্টফোন কিনতে আগ্রহী অনেক ক্রেতা। রাজধানীর কয়েকটি স্মার্টফোনের বাজার ঘুরে দেখা গেছে, ঈদের আগে স্মার্টফোনের কেনাবেচা আগের তুলনায় বেড়েছে। ঈদের আগে ক্রেতা আকর্ষণ করতে কয়েকটি স্মার্টফোনের দাম কমানোর পাশাপাশি ছাড় ও উপহারের ঘোষণাও দিয়েছে বিভিন্ন স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান। জেনে নিন এ সম্পর্কে:

দাম কমেছে মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের

মটোরোলা ওয়ান হ্যান্ডসেটের দাম কমিয়েছে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস। গ্রাহকেরা মটোরোলা ওয়ান হ্যান্ডসেটটি এখন ২০ হাজার ৯৯০ টাকায় কিনতে পারবেন। অনলাইনে গ্রাহকেরা মটোহাব, এডিসন শপ, রবিশপ এবং পিকাবু থেকে সাদা এবং কালো রংয়ের মটোরোলা ওয়ান হ্যান্ডসেটি কিনতে পারবেন। ফোনটিতে কোয়ালকম স্নাপড্রাগন ৬২৫ চিপসেট ও অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৫ দশমিক ৯ ইঞ্জির এইচডি প্লাস ম্যাক্স ভিশন নচ ডিসপ্লে। ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রম আছে এতে। এর ব্যাটারি ৩০০০ মিলি অ্যাম্পিয়ার। ফোনটিতে ১৩ + ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ডেফথ সেন্সিং সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যানড্রয়েড ওয়ান হওয়ায় অ্যানড্রয়েডের পরবর্তী দুটি আপডেট নিশ্চিতভাবে পাওয়া যাবে। ঈদ উপলক্ষে মাসব্যাপী ক্যাশব্যাক অফারও চালু করেছে মটোরোলা। তাদের বিশেষ কর্মসূচির আওতায় মটোরোলার ফোন কিনলে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। পুরো রমজান মাসজুড়ে মটোরোলার যেকোনো মডেলের ফোন কিনলে দুই হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। মটো জি৭ এর ক্ষেত্রে ক্যাশব্যাক সুবিধা বা মাইক্রোল্যাব স্পিকার (১০৬-বিটি) জেতার সুযোগ পাওয়া যাবে। ৬ জুন পর্যন্ত এ অফার থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *