মিরসরাইতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

Slider চট্টগ্রাম


ঢাকা: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার খৈয়াছরা ইউনিয়নের তাকিয়া পাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে মো. রাকিব হোসেন (১৯), পূর্ব খৈয়াছড়া গ্রামের শফিউল আলমের ছেলে তারেক হোসেন (১৯) ও ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. রিফাত (২০)। নিহতরা পরস্পর বন্ধু ছিলেন।

মিরসরাই থানার এসআই দিনেশ দাশ দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এসআই দিনেশ জানান, রাতে পৌর সদরের ইউটার্ন এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এসময় আহত হন একজন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মৃতদেহ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *