দেশের নতুন নেতার সন্ধানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার বক্তব্যে প্রায়ই বলেন, “দেশের নেতৃত্ব দেবার বিশাল ও শক্ত হৃদয়ের মানুষ প্রয়োজন।”
আর এ প্রচারণাই যেন কাল হলো তার। পুরোটাই অস্ত্র বান হিসেবে লুফে নিল দেশটির বিরোধী দলের নেতারা। আর তাই রাজ্যসভার অধিবেশনে কোনো হাঁকডাক না করেই তৃণমূল নেতা দেরেকও ব্রায়েন বলেন, “সংসদে এসে কথা বলতে ৫৬ ইঞ্চি সাইজের বুক লাগে না, লাগে চার ইঞ্চির একটা হৃদয়!”
সোমবার রাজ্যসভায় বিরোধী দলের নেতারা ধর্মান্তর ঘটনার কড়া সমালোচনা করে বলেন, “মুসলমান ও খ্রিস্টানদের ধর্মান্তরের বাজে কাজ নিয়ে এগুচ্ছে সরকার।” গত এক সপ্তাহ ধরেই এ ইস্যুতে উত্তপ্ত ভারতের সংসদ। তারা এ বিষয়টিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি দাবি করেছে।
মঙ্গলবার দেশটির সংসদের চলতি অধিবেশন শেষ হবে। কাউকে ধর্মান্তরিত করা বিজেপি সমর্থন করে না বলে জানিয়েছে দলটি।
আরএসএস প্রধান মোহন বাগওয়াতি বলেন, “ভারত হিন্দুদের দেশে। এখানে অনেককেই জোর করে হিন্দু থেকে অন্য ধর্মে ধর্মান্তর করা হয়েছে। যারা পথ হারিয়েছে তাদের আবারো আমরা ধর্মে ফিরিয়ে আনবো।”