কলকাতা: ভারতের লোকসভা নির্বাচনে টালিগঞ্জের শীর্ষ নায়ক দীপক অধিকারী (দেব) ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন। পরাজিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি’র ভারতী ঘোষ। এখানে ভারতী ঘোষ জিততে বহু নাটক করেছিলেন। তারপরও দেবের কাছে ৪০ হাজারের বেশি ভোটে হেরে গিয়েছেন।
দেবের প্রাপ্ত ভোট ৩ লাখ ৩৭ হাজার ৯৮৮ ভোট। অন্যদিকে ভারতী ঘোষ ২ লাখ ৯৮ হাজার ৯৩ ভোট পেয়েছেন। অবশ্য ভারতী ঘোষের এতোসংখ্য ভোটপ্রাপ্তিতেও অনেকে বিস্ময় প্রকাশ করছেন।
একসময়ের দাপুটে আইপিএস অফিসার এখন পরাজিত সৈনিক বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা অন্যদিকে দ্বিগুণ মার্জিন নিয়ে ফের সাংসদ হলেন অভিষেক ব্যানার্জি। তিনি মোট ভোট পেয়েছেন ৪ লাখ ৮৩ হাজার ৪২৪ ভোট।
এখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি’র নীলাঞ্জন রায়। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন মোট ২ লাখ ৪৭ হাজার ১০০ ভোট পেয়ে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এখানে অত্যন্ত কম ভোট পেয়েছেন সিপিএম প্রার্থী ডা: ফুয়াদ হালিম।
মাত্র ৫৩ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন তিনি। যা লোকসভা নির্বাচনের নিরিখে অত্যন্ত কম। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। আর তৃণমূলের সঙ্গে বিজেপি’র প্রার্থীর ভোটের ব্যবধান ২ লাখ ৩৭ হাজার ৯৬টি।
এদিকে ভোট গণনার সময় সকালের দিকে দেবের প্রাপ্ত ভোট ছিল কম, এগিয়ে ছিলেন ভারতীয়। ভক্তদের মধ্যে এসময় চূড়ান্ত উৎকণ্ঠা তৈরি হয়।
মন্তব্য