ঢাকা: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এতে বুথফেরত জরিপই (এক্সিট পোল) সত্য হয়েছে। প্রয়োজনের চেয়ে অনেক বেশি আসনে জয় পেয়ে টানা দ্বিতীয়বার সরকার গঠনের রায় পেয়েছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)।
বৃহস্পতিবার সকালে ভোট গণনা শুরু হতেই দেখা যায়, বৃহত্তম দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা ছুঁয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি। ৩০০ এরও বেশী আসনে তারা জয় পেয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সহ বেশীরভাগই রাজ্যেই ভাল ফল বিজেপির। গত ডিসেম্বরে এই রাজ্যগুলিতে জিতেছিল কংগ্রেস। এইচডি কুমারস্বামী ও কংগ্রেসের জোট সরকার চলা কর্ণাটকেও জয় পেয়েছে বিজেপি। পঞ্জাব ও তামিলনাড়ুতে কংগ্রেস ভালো করেছে। ৫৪৩ আসনের মধ্যে ৫৪২টিতে ভোট হয়। সরকার গড়তে কোনও দল বা সরকারকে পেতে হবে ২৭২টি আসন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ৩২৫টি আসনে জয় লাভ করেছে, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ৮৮টি আসনে জয় পেয়েছে, মহাগতবন্ধন (এমজিবি) জোট পেয়েছে ২৬। এছাড়া অন্যান্য দল জয় পেয়েছে ১০৩টি আসনে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত ৭ ধাপে অনুষ্ঠিত হয় নির্বাচন। ২৯টি রাজ্য ও ৭টি কেন্দ্রীয় অঞ্চলের ৫৪২টি আসনে এ ভোটের আয়োজনে ভারতজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ। ৫৪৩টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও ভেলোর আসনে নির্বাচন স্থগিত করা হয়।
প্রায় ১৩২ কোটি জনগোষ্ঠীর ভারতে এবার ভোটার ছিলেন প্রায় ৯০০ মিলিয়ন বা ৯০ কোটি। ভোটকেন্দ্র ছিল ১০ লাখেরও বেশি। ২০১৪ সালের নির্বাচনে ভোট দিয়েছিলেন ৮১ কোটি ৪৫ লাখ ভোটার। এবার নতুন অর্থাৎ ১৮ থেকে ১৯ বছর বয়সী ভোটার ছিলেন প্রায় দেড় কোটি। ২০১২ সাল থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আসা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী থেকে এবার ভোটার ছিলেন ৩৮ হাজার ৩২৫ জন। নির্বাচন কমিশনের হিসাবে, সব মিলিয়ে এবার ভোট পড়েছে ৬৭ দশমিক ১১ শতাংশ।
ভারতের সংসদ দ্বিকক্ষ-বিশিষ্ট। এরমধ্যে একটি হলো লোকসভা, এটি নিম্নকক্ষ; আরেকটি রাজ্যসভা, সেটি উচ্চকক্ষ। লোকসভায় মোট আসন ৫৪৫। এর মধ্যে ৫৪৩ আসনে সরাসরি নির্বাচন হয়। বাকি দু’টি আসনে অ্যাংলো-ইন্ডিয়ান প্রতিনিধিকে মনোনীত করে আনা হয়। সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২ আসনের প্রয়োজন। রাজ্যসভার সদস্য সংখ্যা ২৫০। এরা রাজ্য বা অঞ্চলগুলোর বিধানসভার সদস্যদের ভোটে রাজ্যসভায় আসেন।
২০১৪ সালে অনুষ্ঠিত ষোড়শ লোকসভা নির্বাচনে নজিরবিহীন জয় পেয়ে সরকার গড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ১৯৮৪ সালের পর প্রথমবারের মতো একক দল হিসেবে সরকার গঠনের মতো আসন পেয়ে যায় বিজেপিই। পদ্মফুল ফুটেছিল ২৮২ আসনে। বিজেপি জোটের অন্য দলগুলো পেয়েছিল ৫৫ আসন। অন্যদিকে আগের সরকার চালানো সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পায় মাত্র ৪৪টি আসন। তাদের জোটের দলগুলো পায় ১৫ আসন। এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পায় ৩৪ আসন। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দল এআইএডিএমকে পায় ৩৭ আসন।