বলুক ওরা
গাঁয়ে লাগে না কথা,
বন্ধু তুমি ভুল বললে
মেনে নেয়া যায় না;
যায় হারিয়ে অনুভূতি ।
ওরা বাহ্যিক বন্ধু
অভ্যাসের কথা বলে দিন-রাত্রি
ধরে না পীড়া কথায়।
তুমি তো মনের এক বন্ধু
পাথর দিও না ভালোবাসে বলে !
সব বন্ধু ভুলে ডুবে
তুমি বন্ধু দিও না সাঁতার সেই সাগরে ।
তোমার হাসি মুখের
গল্প শুনতে আসি ছুটে,
তোমার চোখের কথা শুনতে
কত অপেক্ষায় মন যে থাকে।
মেঘাচ্ছন্ন আকাশ বন্ধুর মনে
সইতে হয় বৃষ্টি ঝড়িয়ে!
জীবনের শত বন্ধু হলেও
সব বন্ধুরই একজন তুমি থাকে।
মন সয়ে শত জ্বালা
তোমাকেই ভেবে,
এটা মনের মায়া
মন মায়া করে বলেই
বৃষ্টিতে ভিজে নিরবে।
লেখক
সাংবাদিক ও কবি