ফেসবুক ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে এগিয়ে তরুণরাই। তবে সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফল বলছে, তরুণদের মাঝে ফেসবুকের জনপ্রিয়তা ক্রমশ কমছে। অর্থাৎ আগে যেসব তরুণ ফেসবুক ব্যবহার করত এখন তারা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ছেন। গত তিন বছরে এই প্রবণতা দেখা গেছে।
ব্লুমবার্গের এক খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সংস্থার গবেষণার ফলাফল এটি। তাদের গবেষণা বলছে, অল্প বয়সী ছেলেমেয়েদের মাঝে ফেসবুক ক্রমশ তার জনপ্রিয়তা হারাচ্ছে। ব্যবহারের হার দিন দিন কমছে বলেও দাবি ওই সংস্থাটির৷ তারা এক হাজার নয়শ ৩৪ জনের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তার ব্যাপারে একটি জরিপ চালানো হয়। এই জরিপে অংশ নেন ১৩ থেকে ১৭ বছর বয়সীরা।