হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনরিহাটের হাতীবান্ধায় ৪০ বোতল ভারতীয় ফন্সেডিলসহ দুই মাদক কারবারিকে আটক করছে পুলিশ।
এসময় চোরাচালানে ব্যবহৃত তাদের মটর সাইকেলটিও জব্দ করে পুলিশ।
মঙ্গলবার, ২১ মে রাতে হাতীবান্ধা উপজলোর দইখাওয়া ধওলাই এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার জাওরানী গ্রামের মৃত মিয়া হোসেনের পুত্র আবু হানিফ ও একই গ্রামের আলাল উদ্দিনের পুত্র আবু বক্কর সিদ্দিক।
হাতীবান্ধা থানার এসআই মিজানুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ধওলাই এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে তাদের সাথে থাকা ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
‘আটককৃত মাদক ব্যবসায়ী আবু হানিফ ও আবু বক্কর সিদ্দিককে আজ ২২ মে আদালতের মাধ্যমে লালমনরিহাট কারাগরে প্ররেণ করা হয়ছে’ বলে জানিয়েছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক।