গাজীপুর: মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা,বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “আলোচনা ও ইফতার মাহফিল”এ প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং দেশপ্রেমের গৌরবময় ইতিহাসের সবটুকুই শহীদ জিয়ার নামের সাথে জড়িত। শহীদ জিয়ার কর্মময় জীবনের আদর্শই হলো স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশপ্রেম। সেদিন গণতন্ত্রকে কফিনমুক্ত করেছিলেন শহীদ জিয়া।
আজ গণতন্ত্রের কান্ডারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে চিকিৎসাধীন অবস্থায় দিন কাটাচ্ছেন।
সরকার খালেদা জিয়াকে ভয় পায়। নেলসন মেন্ডেলা সাতাশ বছর কারাগারে থেকেও ইতিহাসের নায়ক মেন্ডেলাই।জাতির অনিবার্য প্রয়োজনে দেশনেত্রীর মুক্তি আসবে। আজ আবারো মৃত গণতন্ত্রের কফিন কাঁধে নিয়ে সরকারী দল আজ দেউলিয়া।
অনেক ষড়যন্ত্র সত্বেও দেশনায়ক তারেক রহমান এর সঠিক নেতৃত্বে দল আজো ঐক্যবদ্ধ — এটা বিএনপির অভূতপূর্ব সাফল্য।
গাজীপুর শহরের একটি রেষ্টুরেন্টে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব), গাজীপুর জেলা শাখার আয়োজিত উক্ত আলোচনা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ড্যাবের আহবায়ক ডা. আলী আকবর পলান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপি জয়দেবপুর মেট্রো থানার সভাপতি কাজী মাহবুব উল হক গোলাপ এবং প্রধান আলোচক জেলা বিএমএর সাবেক সভাপতি ডা.আবুল কালাম, ডা. মুহম্মাদ সালমান, ডা.কামরুল ইসলাম, ডা.শাহজান সিরাজ,জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক আসাদুজ্জামান সোহেল, সদর থানা জিয়া পরিষদের সভাপতি মাফিকুর রহমান সেলিম, বিএনপি নেতা ইজ্জত আলী সহ অনেকেই বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ড্যাব সদস্যসচিব ডা. খলিলুর রহমান।