গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলায় টঙ্গীতে দুই সাংবাদিক আহত হওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুর প্রেস ক্লাব।
শুক্রবার সকালে গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল(চ্যানেল আই),সহ-সভাপতি মীর মোঃ ফারুক(বাংলাভিশন) সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী(বাংলানিউজ২৪), দপ্তর সম্পাদক আতিকুর রহমান আমিন(মোহনা টেলিভিশন) ও নিবাহী সদস্য শফিকুল ইসলাম টিটিু(সময় টেলিভিশন) এক যৌথ বিবৃতিতে ওই খবর জানান।
সাংবাদিক নেতৃবৃন্ধ বলেন, পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা না করে শিল্প প্রতিষ্ঠানের মলিকপক্ষ সাংবাদিকদের মারধর করার বিষয়টি দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্ধ অবিলম্বে অপরাধীদের গ্রেফতার দাবি করেন।
টঙ্গীতে একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলতে গিয়ে মালিক পরে হামলায় আহত হয়েছেন স্থানীয় দুই সাংবাদিক। তাদেরকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা।
বৃহস্পতিবার টঙ্গী-ভাদাম রোডের সিনকী গার্মেন্ট কারখানার কয়েক শ’ শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি শুরু করেন। অপর দিকে কারখানার কর্মকর্তারা শ্রমিকদের কাজে যোগ দেয়ার জন্য চাপ দিতে থাকেন। কাজে যোগ না দিলে শ্রমিকদের চাকরিচ্যুতিরও হুমকি দেয়া হয়। একপর্যায়ে শ্রমিকেরা কর্মবিরতি অব্যাহত রেখে বেলা ২টায় বকেয়া পরিশোধের দাবিতে কারখানার সামনে বিােভ শুরু করে। খবর পেয়ে দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান ও একটি অনলাইন পত্রিকার সাংবাদিক আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলছিলেন। পরে তারা কর্তৃপরে বক্তব্য জানতে গেলে তাদেরকে অফিস কে আটকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। আহত দুই সাংবাদিকের প থেকে থানায় মামলার প্রস্তুতি চলছিল। সিনকী গার্মেন্টের পরিচালক আব্দুল্লাহ হীল হাদীর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।