ঢাকা: খ্যাতিমান কবি হেলাল হাফিজকে গতরাতে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্দি-জ্বর, চোখ ও কানের সমস্যাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি । গত এক সপ্তাহ ধরে তিনি ঠিকমতো আহার গ্রহণ করতে পারছিলেন না। হাসপাতালে ভর্তি হতে অনীহা প্রকাশ করে আসছিলেন।
অবস্থার অবনতি ঘটলে গতরাত একটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় । সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয়। তিনি ৬৬৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন। পরীক্ষানিরীক্ষা করে আজ তার রোগ নির্ণয় প্রক্রিয়া শুরু হবে বলে কবির স্বজনেরা জানিয়েছেন। ‘যে জলে আগুন জ্বলে’ তার বিখ্যাত কাব্যগ্রন্থ । ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ তার আলোচিত কবিতা।
কবি বিগত কয়েক বছর ধরে তোপখানা রোডের একটি হোটেলে বসবাস করে আসছেন। কবি হেলাল হাফিজের সুস্থতার জন্যে সহকর্মী ও শুভাকাংখিদের দোয়া চাওয়া হয়েছে কবির স্বজনদের পক্ষ থেকে ।
(সূত্র: কবি আব্দুল মান্নান)।