বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আপনি (শেখ হাসিনা) বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের দালাল বলেন। স্বাধীনতাযুদ্ধে কী অবদান আছে আপনার। সে সময় মলমূত্র ত্যাগ করা ছাড়া আপনার কোনো অবদান নেই।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে আপনারা গণতন্ত্র রক্ষার দিবস ঘোষণা করেছেন। কিসের গণতন্ত্রের কথা বলেন? যে দেশে খুন-গুম হয়, যে দেশে মতপ্রকাশের কোনো স্বাধীনতা নেই, মিছিল করতে দেওয়া হয় না, সরকারি দল সভা-সমাবেশ করলে অনুমতি পায়, আর আমরা সভা-সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়, এটাকে গণতন্ত্র বলে না। এটা হলো গণতন্ত্র হত্যা করা।’
বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা মেজর (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।