ফের ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর হলেন শচিন টেন্ডুলকার৷ সোমবার আইসিসি-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে৷ এই নিয়ে টানা দু’বার একদিনের বিশ্বকাপ ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসডর নির্বাচিত হলেন মাস্টার-ব্লাস্টার৷
২০১১ বিশ্বকাপেও ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন ‘ভারতরত্ন’ শচিন৷ সেবার শচিন ভারতের হয়ে বিশ্বকাপও খেলেছিলেন এবং চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন৷ আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় এবার অবশ্য বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে না শচিনকে৷ এবার আইসিসি-এর বিভিন্ন অনুষ্ঠানকে প্রোমোট করবেন তিনি৷ উল্লেখ, একদিনের ক্রিকেট বিশ্বকাপ হলো বিশ্বের তৃতীয় বৃহত্তর ও জনপ্রিয় স্পোর্টস ইভেন্ট৷
আইসিসি চিফ-এক্সিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেন, ‘শচিন শুধুমাত্র একজন খেলোয়াড় নন, সবদিক থেকে ক্রিকেটকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি৷ তাই আরও একবার শচিনকে বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হলো৷’