ডেস্ক: ব্রাজিলে পারা অঙ্গরাজ্যের এক বারে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। রোববার (১৯ মে) বিকেলে এই ঘটনা ঘটে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
রোববারের ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে, বন্দুকধারীদের হামলায় ছয় নারী ও পাঁচ পুরুষের মৃত্যু হয়েছে। পারা অঙ্গরাজ্যের রাজধানী বেলেম’র পার্শ্ববর্তী শহর গুয়ামায় এই ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, মোট সাত জন বন্দুকধারী এই হামলা চালায়। তারা একটি মোটরসাইকেল ও তিনটি গাড়িতে করে বারে পৌঁছায়।
উল্লেখ্য, ব্রাজিলে হত্যাকাণ্ডের ঘটনা তেমন বিরল নয়। এর আগে মার্চ মাসে কেন্দ্রীয় সরকার বেলেমে ন্যাশনাল গার্ড পাঠিয়েছিল ৯০ দিনের জন্য। সরকারি হিসেব অনুসারে, ২০১৭ সালে দেশটিতে ৬৪ হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এসব হত্যাকাণ্ডের বেশীরভাগই গ্যাং সম্পর্কিত।